টাইগারদের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিলেন পাপন

ক্রিকেট দুনিয়া October 23, 2021 3,143
টাইগারদের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিলেন পাপন

লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরে। শুক্রবার (২২ অক্টোবর) এমন খবরই দিয়েছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।


বিসিবি প্রধান বলেন, “আমাদের ক্যাপ্টেন ছিল সাকিব। কিন্তু সে নিষেধাজ্ঞায় পড়ে যাওয়ায় আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম। আমরা মমিনুলকে দিলাম টেস্টের দায়িত্ব। তামিমকে নিয়ে আসলাম ওডিআইতে। এছাড়া মাহমুদউল্লাহকে দেওয়া হলো টি-টোয়েন্টির দায়িত্ব।”


পাপন আরও যোগ করেন, “এখন পর্যন্ত যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে, একদিনের ম্যাচে তামিম ঠিক আছে, কোনো সমস্যা দেখছি না। এছাড়া টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বে বলতে গেলে আমরা সর্বোচ্চ সাফল্যই পেয়েছি। তো সেও ঠিক আছে। তবে মূল সমস্যা আমাদের টেস্টে।”


যদিও এর মমিনুলকে দোষারোপ করে লাভ নেই বলেও জানিয়েছেন বিসিবি বস। তিনি বলেন, “ক্রিকেটের এই ফরম্যাটে আমরা এমনিতেই দুর্বল।” আরও যোগ করেন, “এই মুহুর্তেই যে আমরা পরিবর্তন নিয়ে ভাবছি তা নয়, তবে পরিবর্তন আসাটা স্বাভাবিক।” যদিও কোন ফরম্যাটে পরিবর্তন আসছে সেটা স্পষ্ট করে বলেননি তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪