দক্ষিণ আমেরিকার সেরা একাদশ ঘোষনা, জায়গা হয়নি মেসির

ফুটবল দুনিয়া October 17, 2021 1,046
দক্ষিণ আমেরিকার সেরা একাদশ ঘোষনা, জায়গা হয়নি মেসির

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি করে ম্যাচে মাঠে নামে দলগুলো। এই তিন ম্যাচের পারফর্মেন্সের উপর ভিত্তি করেই সেরা একাদশ তৈরি করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।


অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়া এই তিন ম্যাচের নৈপুণ্যের উপর ভিত্তি করে তৈরি করা একাদশে আধিপত্য রয়েছে ব্রাজিলের। নেইমারসহ সেলেকাওদের শিবির থেকেই এখানে জায়গা পেয়েছেন সর্বমোট ৫ জন। আর্জেন্টিনা থেকে দুইজন জায়গা পেলেও সেরা একাদশে নেই লিওনেল মেসি।


এছাড়া কলম্বিয়ার দুইজন ফুটবলারের পাশাপাশি চিলি এবং প্যারুগুয়ে থেকে আছেন একজন করে ফুটবলার। সবকিছু ছাপিয়ে কনমেবলের ঘোষিত এবারের সেরা দলে মেসির না থাকাটাই বড় চমক হয়ে এসেছে।


• এক নজরে কনমেবলের সেরা দল


ডেভিড ওসপিনা (কলম্বিয়া), থিয়াগো সিলভা (ব্রাজিল), ওটামেন্ডি (আর্জেন্টিনা), পুলগার (চিলি), পাকুয়েটা (ব্রাজিল), কুয়াদরাদো (কলম্বিয়া), ফার্নান্দেজ (বলিভিয়া), রাপিনহা (ব্রাজিল), ফ্রেড (ব্রাজিল), নেইমার (ব্রাজিল), লাউটারো মার্টিনেজ (আর্জেন্টিনা)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪