আইপিএলের ফাইনাল শেষে কে কত টাকার পুরস্কার পেলো?

ক্রিকেট দুনিয়া October 16, 2021 741
আইপিএলের ফাইনাল শেষে কে কত টাকার পুরস্কার পেলো?

ফাইনালে নাইটদের ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলে মহেন্দ্র সিং ধোনির দল। শিরোপা জেতায় চেন্নাই পেয়েছে ২০ কোটি টাকা(ভারতীয় রুপি)।


প্রথমবার আইপিএল রানার্সআপ হওয়া কলকাতা পেয়েছে সাড়ে ১২ কোটি রুপির চেক। এছাড়া প্লে-অফ থেকে বাদ পড়া দুই দল দিল্লি ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ কোটি ৭৫ লাখ রুপির দুটি ভিন্ন ভিন্ন চেক দেয়া হয়েছে।


ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে ৫ লাখ রুপি জিতেছেন ফাফ ডু প্লেসিস। এর বাইরে আরও ভিন্ন ক্যাটাগরিতে ১০ লাখ রুপি করে পুরস্কার দেয়া হয়েছে। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছে আরসিবির পেসার হর্শল প্যাটেল।


এছাড়া পুরস্কার দেয়া হয়েছে টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়কে। সর্বোচ্চ রান সংগ্রাহককে, সর্বোচ্চ উইকেট শিকারিকে। সবমিলিয়ে প্রায় ৫৩ কোটি (বাংলাদেশী ৫৬ কোটি) টাকার পুরস্কার দেয়া হয়।


আসুন দেখে নেওয়া যাক, ফাইনাল ম্যাচের পর কোন ক্রিকেটারের ঝুলিতে এল কী পুরস্কার:


ম্যান অব দ্য ফাইনাল – ফাফ ডু প্লেসিস (৫ লাখ রুপি)

ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন – ঋতুরাজ গায়কোয়ার্ড (১০ লাখ রুপি)

ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন – হর্শল প্যাটেল (১০ লাখ রুপি)

গেমচেঞ্জার অব দ্য সিজন – হর্শল প্যাটেল (১০ লাখ রুপি)

সুপারস্ট্রাইকার অব দ্য সিজন – শিমরন হেটমায়ার (১০ লাখ রুপি)

সর্বোচ্চ ছক্কা – লোকেশ রাহুল (১০ লাখ রুপি)

পাওয়ারপ্লেয়ার অব দ্য সিজন – ভেঙ্কাটেশ আইয়ার (১০ লাখ রুপি)

পার্পল ক্যাপ উইনার – হর্শল প্যাটেল (১০ লাখ রুপি)

অরেঞ্জ ক্যাপ উইনার – ঋতুরাজ গায়কোয়ার্ড (১০ লাখ রুপি)

পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন- রবি বিষ্ণোই(১০ লাখ রুপি)

ফেয়ারপ্লে এওয়ার্ড – রাজস্থান রয়্যালস (অর্থ পুরস্কার নেই)

চতুর্থ স্থান – রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)

তৃতীয় স্থান – দিল্লি ক্যাপিটালস (৮.৭৫ কোটি রুপি)

রানার্সআপ – কলকাতা নাইট রাইডার্স (১২.৫০ কোটি রুপি)

চ্যাম্পিয়ন – চেন্নাই সুপার কিংস (২০ কোটি রুপি)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪