কলম্বিয়ার কাছে এসে থামলো ব্রাজিলের জয়রথ

ফুটবল দুনিয়া October 11, 2021 1,121
কলম্বিয়ার কাছে এসে থামলো ব্রাজিলের জয়রথ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা নয় ম্যাচে জয় তুলে নিয়েছিলো ব্রাজিল। দশম জয়ের খোঁজে কলম্বিয়ার মাঠে আতিথ্য নেয় তিতের শিষ্যরা। কিন্ত ঘরের মাঠে সেলেকাওদের আটকে দিয়েছে কলম্বিয়া।


কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। যার ফলে অবশেষে থেমেছে ব্রাজিলের জয়রথ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ডের পর থেমেছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচটিতে তারা ড্র করেছে ০-০ গোলে।


কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। পুরো ম্যাচ জুড়ে ছিলো ভুল পাসের ছড়াছড়ি। অন্যদিকে শারীরিক ভাবে কলম্বিয়া ছিল আগ্রাসী মনোভাবে। সব মিলিয়ে অদ্ভুত এক ম্যাচই শেষ হল।


ম্যাচে অবশ্য বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। সুন্দর গোল হতে পারত রাফিনহা-অ্যান্থনির। কিন্তু কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনার অসাধারণ নৈপুণ্যের কারণে হয়নি।অন্যদিকে লুকাস পাকুয়েতার অবিশ্বাস্য সব মিসের কারণে গোলহীন ভাবেই খেলা শেষ করতে হয়েছে ব্রাজিলকে।


ড্র করলেও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই আছে ব্রাজিল। অপরদিকে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে কলম্বিয়া।


সূত্রঃ স্পোর্টসজোন২৪