কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর?

ফুটবল দুনিয়া September 25, 2021 980
কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর?

লিওনেল মেসির সঙ্গে ব্যালন ডি’অরের দৌড়ে আছেন করিম বেনজেমা, লেভানডফস্কি। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সম্প্রতি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে ৩ ম্যাচে অংশ নিয়ে এখনো কোনো গোল করতে বা করাতে পারেননি।


তবে ক্লাব পরিবর্তনের আগে বার্সেলোনার জার্সিতে ২০২১ সালে ২৮ ম্যাচে ২৭ গোল করার পাশাপাশি মেসি ৯টি গোল করিয়েছেন। বার্সাকে জিতিয়েছেন স্প্যানিশ কাপ।


শুধু তাই নয়, ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দিয়েছেন মেসি। টুর্নামেন্টে ৪টি গোল করার পাশাপাশি ৫টি গোল করিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি।


মেসির সঙ্গে ব্যালন ডি’অরের দৌড়ে থাকা করিম বেনজেমা ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ও জাতীয় দল ফ্রান্সের হয়ে সব মিলিয়ে ৪৩ ম্যাচে ৩০টি গোল করার পাশাপাশি করিয়েছেন ১২টি। তবে রিয়াল কিংবা ফ্রান্সের হয়ে এ বছর কোনো শিরোপা জেতেননি বেনজেমা।


অন্যদিকে লেভানডফস্কি ২০২১ সালে বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের হয়ে সব মিলিয়ে ৪০ ম্যাচে ৪৮টি গোল করেছেন আর গোল করিয়েছেন ৯টি।


এসব পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই ব্যালন ডি’অরের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হয় ব্যালন ডি’অরের জন্য।


সূত্রঃ যুগান্তর অনলাইন