বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি

ক্রিকেট দুনিয়া September 23, 2021 864
বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান এমন সংবাদের পর নড়েচড়ে বসেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই আফগানিস্তানের ক্ষমতায় তালেবান-সরকার। দেশটিতে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশের ক্রিকেট নিয়ে চিন্তিত আন্তর্জাতিক ক্রিকেটমহলে।


ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হতে পারে আফগানিস্তানকে। আফগানিস্তান সরকার ক্ষমতায় আসার পর তালেবানরা তাদের আস্থাভাজন আজিজুল্লাহ ফাজলিকে চেয়ারম্যান পদে বসায়।


আজিজুল্লাহ ফাজলি আগেও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন। নতুন করে দায়িত্ব পাওয়ার পর এখন তার উপর তালেবান যে দায়িত্বটি দিয়েছে সেটি হলো অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। এ কাজের অংশ হিসেবে বেশ কয়েকটি দেশে সফর করবেন তিনি । এর মধ্যে থাকছে বাংলাদেশও।


বিভিন্ন দেশে সফর করার ব্যপারে ফাজলি বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তান সফরে যাচ্ছি আমি। এরপর সেখান থেকে ভারত, বাংলাদেশ ও আরব আমিরাতে যাব।’


আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে এমন হুমকির পরই এ দেশগুলোতে সফরে যাচ্ছেন আফগান বোর্ডের নতুন চেয়ারম্যান। দেশগুলো যেন তাদের পাশে থাকে তার জন্যই তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।


তাছাড়া জানা গেছে আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্যও চেস্টা চালাবেন তিনি। এর অংশ হিসেবে কাবুলে পাকিস্তানকে একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেবেন।


কাবুলে আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে কোন দেশ আফগানিস্তান সফর করেনি। তবে এখন দেশটির বিশ্বাস বিদেশী সৈন্যরা দেশ ছেড়ে চলে যাওয়ায় আফগানিস্তান ক্রিকেটের জন্য অনেক নিরাপদ। – ক্রিকবাজ/ আমাদের সময়