সাকিবের ছোট্ট একটি বুদ্ধিতেই সফল নাসুম

ক্রিকেট দুনিয়া August 4, 2021 1,230
সাকিবের ছোট্ট একটি বুদ্ধিতেই সফল নাসুম

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। অজিদের ২৩ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল। এরই সাথে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা।


মিরপুরে এদিম আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।


তবে মাত্র ১৩১ রান করে স্বস্তিতে ছিল না বাংলাদেশ। বোলারদের দারুন বোলিংয়ের জন্য এই জয় সম্ভব হয়েছে। অজি বধের জয়ের নায়ক বাহাতি স্পিনার নাসুম আহমেদ।


এ ব্যাপারে নাসুম বলেন ফিল্ডিংয়ে নামার আগে রিয়াদ ভাই বলছিলেন, ‘আমরা এ রানেই ফাইট করবো। ডট বল করবো, যতটুক পারি চেষ্টা করবো জেতার জন্য।’


আর তাইতো প্রথম দিকে নাসুম ডট বল করার চিন্তাতেই ছিলেন; কিন্তু সাকিব আল হাসান তাকে ভিন্ন এক পরামর্শ দিলেন। অভিজ্ঞ সাকিব নাসুমকে বলেন, ‘এটা স্লো পিচ। এখানে যতটা সম্ভব গতি কমিয়ে স্লো বল কর এবং খাট লেন্থে না ফেলে যতটা সম্ভব ওপরে ওপরে বল ফেল। দেখবি সাফল্য ধরা দেবে।’


যেমন কথা তেমন কাজ। আর তাতেই সাফল্য। খেলা শেষে সাফল্যের সে রহস্যই শুনিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় ও প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক নাসুম আহমেদ। - স্পোর্টসজোন২৪