বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিপাতের শঙ্কা

ক্রিকেট দুনিয়া August 3, 2021 662
বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিপাতের শঙ্কা

আজ ৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। বর্ষা মৌসুমে আয়োজিত এই সিরিজ চলাকালে বৃষ্টিপাতের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। যথারীতি প্রথম ম্যাচেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি।


সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিন ভারি বৃষ্টিপাত হয়েছে দেশের বেশ কিছু এলাকায়। দেশের নিচু ও সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। তবে নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টিপাতের মাত্রা কমে এসেছে।


বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার (৩ আগস্ট)। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন রাজধানী ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত সন্ধ্যায় থেমে থেমে বৃষ্টি হতে পারে মিরপুর ও আশপাশের এলাকায়।


যদিও এই বৃষ্টির মাত্রা হবে অল্প। তাই ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা খুব কমই বলা চলে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়।


সূত্রঃ বিডিক্রিকটাইম