প্রয়োজনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেন করবেন সাকিব ও মিঠুন

ক্রিকেট দুনিয়া August 1, 2021 1,251
প্রয়োজনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেন করবেন সাকিব ও মিঠুন

আর মাত্র এক দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। কোয়ারেন্টিন শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছে দুই দলই। এদিকে বাংলাদেশের ১৭ জনের স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার মোটে দুই জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে যদি কেউ চোটে পড়েন বা অন্য কোনো কারণে খেলতে না পারেন। তাহলে কে ওপেন করবেন এই প্রশ্ন ঘুরছে চারিদিকে।


তবে এই প্রশ্নের উত্তরে টাইগার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, পরিস্থিতি যদি দাবি করে, তাহলে ইনিংস শুরু করবেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ। আগেই ছিটকে গেছেন তামিম ও লিটন দাশ।


সাংবাদিকদের সাথে আজ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এক প্রশ্নে কোচ রাসেল ডমিঙ্গো জানান, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে।


যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪