শ্রীলঙ্কার মাটিতে একসঙ্গে দুটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে!

ক্রিকেট দুনিয়া July 31, 2021 1,394
শ্রীলঙ্কার মাটিতে একসঙ্গে দুটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে!

সম্প্রতি ভারতের দুটি জাতীয় দল ইংল্যান্ড আর শ্রীলঙ্কায় সফর করল। এবার সেই শ্রীলঙ্কার মাটিতে একইসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি ওয়ানডে সিরিজ। একটি খেলবে শ্রীলঙ্কা, অন্য সিরিজে খেলবে এশিয়ার দুটি দল আফগানিস্তান আর পাকিস্তান।


এমনিতেই বহুদিন ধরে ভারতে 'হোম ভেন্যু' বানিয়ে অনুশীলন করছে আফগানরা। তাদের হোম সিরিজগুলোও ভারতে হয়। কিন্তু করোনার কারণে এবার সেটা হচ্ছে না। তাই এই বিরল ঘটনা।


পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আইপিএলের বাকি অংশ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য ভেন্যু হিসেবে আমিরাতকে নির্ধারণ করায় সেটা আর হচ্ছে না। তাই এই সিরিজটি সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। আগামী সেপ্টেম্বরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।


একইসময়ে শ্রীলঙ্কা সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। তাই দুই ওয়ানডে সিরিজ একইসঙ্গে একই দেশের মাটিতে হতে যাচ্ছে! ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার সিরিজটি হবে ২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।


সবগুলো ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের সব ম্যাচ হবে হাম্বানটোটায়। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশ গিয়েছিল ভারত সফরে। একইসময় ভারতে 'স্বাগতিক' আফগানদের বিপক্ষে খেলেছিল উইন্ডিজ।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন