গত বিশ বছরে ফিটনেস টেস্টে ফেল করিনিঃ মাশরাফি

ক্রিকেট দুনিয়া March 22, 2021 809
গত বিশ বছরে ফিটনেস টেস্টে ফেল করিনিঃ মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি । গত বছরের ৬ মার্চ ‘অধিনায়ক মাশরাফি’ অধ্যায়ের সমাপ্তি ঘটে । কিন্ত উইন্ডিজ সিরিজে মাশরাফিকে ফিটনেস ইস্যু দেখিয়ে দলে যায়গা দেয়নি বিসিবি ।


নাজমুল হাসান পাপন সিরিজের অনেক আগেই একাত্তর টিভির খেলাযোগ কে জানান মাশরাফির দলে যায়গা পাওয়া কঠিন । তাতেই স্পষ্ট হয় যে ডাল মেইন কুচ কালা হে ।


এরপর পাপনের বক্তব্য অনুযায়ী দলে যায়গা হয়নি মাশরাফির । যেখানে মাশরাফি ফিট নয় এবং খেলার অযোগ্য বলা হয় । যদিও তখন মাশরাফির এ বিষয়ে তেমন বক্তব্য পাওয়া যায়নি ।


গতকাল একাত্তরের খেলাযোগের বিশেষ এক সাক্ষাৎকারে মাশরাফি তার ফিটনেস এবং উইন্ডিজ সিরিজ প্রসঙ্গে মুখ খোলেন । যেখানে তিনি জানান "আমার যতই ইনজুরি থাকুক , বিগত ২০ বছরে আমার একটা ফিটনেস ফেইল নাই । পারলে দেখান মাশরাফির ফিটনেস ফেইল আছে" ।


মাশরাফির ফিটনেস টেস্ট নিয়ে বিসিবির মিথ্যাচার ছাড়া অন্য কিছুই নয় । এতে এটা স্পষ্ট হয় যে মাশরাফিকে ইচ্ছে করেই উইন্ডিজ সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে ।


সাকিবের পর মাশরাফিও বিসিবির ষড়যন্ত্রের শিকার হলেন । দেখা যাক এবার বিসিবির পক্ষ থেকে কি উত্তর আসে ।