অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল পিএসএল

ক্রিকেট দুনিয়া March 4, 2021 1,426
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল পিএসএল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হানা দিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ৭ জন খেলোয়াড় এবং একজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যার কারণে এবার টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনিদিষ্টকালের জন্যে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


গত ১ মার্চ ফাওয়াদ আহমেদ প্রথম বায়ো বাবলের মধ্যে থেকে কোভিডে আক্রান্ত হন। এরপরের দিনেই করাচি কিংসের সাপোর্ট-স্টাফ সদস্য কামরান খানের পাশাপাশি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের টম ব্যান্টনেরও পজিটিভ হওয়ার খবর আসে।


যার কারণে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকে বোর্ড এবং সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তান সুপার লিগ স্থগিতের। দলের মালিকদের সঙ্গে বৈঠকের পর অংশগ্রহণকারী প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।


এই আসরে ৩৪ ম্যাচের মধ্যে ১৪টি খেলা সম্পন্ন হয়েছে। যেখানে ৫ ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্টে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন করাচি। সমান পয়েন্ট নিয়ে রান রেটে সেরা চারে আছে যথাক্রমে পেশাওয়ার, ইসলামাবাদ ও লাহোর কালান্দার্স। - স্পোর্টসজোন২৪