পাপনের নামে ‘ফেক’ আইডি বন্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

ক্রিকেট দুনিয়া March 4, 2021 3,636
পাপনের নামে ‘ফেক’ আইডি বন্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ। আর সেই সকল আইডি দিয়ে নানান রকম বিরূপ মন্তব্য করে আসছেন ভুয়া নামধারী সেই নেটিজেনরা৷


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতির নামের আইডি দিয়ে ট্রলের ঝড় তুলে তারা। এতে বিসিবি প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তবে চোখ এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ইতিমধ্যে সেই সকল আইডি বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।


তিনি বলেন, “আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।”


তবে শুধু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামে নয়, বিসিবি পরিচালকদের অনেকর নামেই এমন আইডি খোলা হয়েছে। সেই সাথে ক্রিকেটার মিঠুন, শান্ত এমনকি সম্প্রতি নাসিরের বিয়ের ঘটনা নিয়েও আইডি খুলে চলছে সমালোচনা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪