লেবুর খোসার নানা ব্যবহার!

টুকিটাকি টিপস April 29, 2016 1,237
লেবুর খোসার নানা ব্যবহার!

লেবু চিপে রস বের করে আমরা সাধারনত খোসাটা ফেলে দিই। আবর্জনা মনে করে ফেলে দেওয়া এ খোসাই কিন্তু গৃহস্থালি নানা কাজে সাহায্য করতে পারে। লেবুর খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড আসবাব ও তৈজসের পরিচ্ছন্নতা নিশ্চিত করে।


খাবারে সুগন্ধ নিয়ে আসতেও লেবুর খোসা বেশ কাজের। জেনে নিন লেবুর খোসার বিভিন্ন ব্যবহার সম্পর্কে-



খাবার সুগন্ধি করতে

লেবুর খোসা বেটে পেস্ট তৈরি করে নিন। যেকোন তরকারিতে এই পেস্ট ব্যবহার করতে পারেন। চমৎকার সুগন্ধ আসবে খাবার থেকে।



ওভেন পরিস্কার করতে

একটি পাত্রে পানি নিয়ে লেবুর খোসা দিন। পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর ৫ মিনিট গরম করুন। দূর হবে দুর্গন্ধ।



চা তৈরিতে

চায়ের মগে লেবুর খোসা কুচি করে দিয়ে দিন। এতে স্বাদে এক ভিন্নতা যোগ হবে।



ঝকঝকে দাঁতের জন্য

প্রতিদিন সকালে লেবুর খোসার ওপর সামান্য লবণ ছিটিয়ে দাঁতে ঘষুন। এতে দাঁতের হলদেটে ভাব দূর হবে।



পোকামাকড় দূর করতে

লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে যেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। পোকা ও পিঁপড়া আসবে না।



নখের সৌন্দর্য বাড়াতে

অনেক সময় নখ হলুদ হয়ে যায়। লেবুর খোসা ঘষে নিলে নখ থেকে দূর হবে হলদেটে ভাব।



চা-কফির দাগ পরিস্কার করতে

অনেক সময় মগ থেকে চা-কফির দাগ উঠতে চায় না। মগে কুসুম গরম পানি নিয়ে লেবুর খোসা দিন। আধা ঘন্টা পর পরিস্কার করলে দাগ উঠে যাবে।



ইফতারে ছোলাবুটের সাথে

ইফতারের নানা আইটেমের মধ্যে ছোলাবুট একটি অবশ্যই থাকা উপাদান। এর সাথে লেবুর খোসা কুচি করে খেতে দারুন লাগবে।