আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে মিরাজ

ক্রিকেট দুনিয়া January 27, 2021 834
আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে মিরাজ

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্মের ফল পেলেন টাইগার ক্রিকেটার। আসিসি’র নতুন প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন টাইগার দুই বোলার।


আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজ শেষে আজ নতুন ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে বোলারদের র‍্যাঙ্কিংয়ে টপ টেনে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।


উইন্ডিজদের বিপক্ষে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন মিরাজ। যেখানে তিন ম্যাচে ২.৭০ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। দারুণ পারফর্মে ৯ ধাপ এগিয়ে চারে জায়গা করে নিয়েছেন মিরাজ।


বল হাতে দারুণ পারফর্ম করা পেসার মোস্তাফিজুর রহমানও উন্নতি করেছেন। ৩ ম্যাচে ৬ উইকেট নেওয়া ফিজ ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।


উইন্ডিজদের বিপক্ষে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করা সাকিবও বল হাতে উন্নতি করেছেন। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ১৩ তে উঠে এসেছেন তিনি। তবে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষেই আছেন সাকিব।


সেরা তিনে কোন পরিবর্তন আসেনি। বোলারদের মধ্যে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন বোল্ট। দুইয়ে মুজিব ও তিনে বুমরাহ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪