আইসিসির সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া January 25, 2021 1,202
আইসিসির সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোন পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ।


সেই সাথে বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ৩০ পয়েন্ট নিয়ে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে টাইগাররা। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।


বাংলাদেশের সমান পয়েন্ট ইংল্যান্ডেরও। তবে, নেট রান রেটে পিছিয়ে ইংল্যান্ড। ইংলিশরা আছে তৃতীয় অবস্থানে। বাংলাদেশের নেট রান রেট +১.৮৯৩। ইংল্যান্ডের নেট রান রেট +০.৭৯। ২০ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে চতুর্থ অবস্থানে। সমান ২০ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অবস্থান পঞ্চম।


সমান ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান অষ্টম। শূন্য পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস এখনও সুপার লিগের ম্যাচ শুরু করেনি।


এই পয়েন্ট টেবিলের অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৩ বিশ্বকাপের দল সংখ্যা। ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে খেলবে ১০টি দল। তার মধ্যে স্বাগতিক হিসাবে খেলবে ভারত। ভারত ছাড়া পয়েন্ট টেবিলের সেরা সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দুইটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট