যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের টি-টেন লিগ

ক্রিকেট দুনিয়া January 24, 2021 490
যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের টি-টেন লিগ

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দশ ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেটের চতুর্থ আসর। সংযুক্ত আরব আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। আসরের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে।


প্রতিবারের মতো এবারও ৮টি দল অংশ নিচ্ছে এই আসরে। দলগুলো যথাক্রমে ‘এ’ গ্রুপে বাংলা টাইগার্স, দিল্লি বুলস, মারাঠা অ্যারাবিয়ানস ও নর্দার্ন ওয়ারিয়র্স। ‘বি’ গ্রুপে পুনে ডেভিলস, ডেকান গ্ল্যাডিয়েটর্স, কালান্দার্স ও টিম আবুধাবি।


তারকা ক্রিকেটার: সুনীল নারিন, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল।


বাংলাদেশ থেকে: নাসির হোসেন, আফিফ হোসেন, মুক্তার আলী, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন।


যুক্তরাষ্ট্রে স্কাই স্পোর্টস, ভারতে সনি সিক্স, টেন ৩, সনি লিভ। পাকিস্তানে টেন স্পোর্ট এবং বাংলাদেশে টি স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। – ক্রিকইনফো / ক্রিকফ্রেঞ্জি