

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। ৩৪ দশমিক ৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া ১২৩ রানের টার্গেটে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
৬৯ বলে ৭টি চারের সাহায্যে ৪৪ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। এছাড়া সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রান গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্ট ম্যাচও খেলবে দুদল।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment