

পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মাইলফলক ছুঁলেন মেসি। রেকর্ড গড়ার ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এক গোল আর এক এসিস্ট করে ম্যাচ জয়ের নায়ক লিওনেল মেসি।
চলতি মৌসুমের শুরু থেকে অ্যাওয়ে ম্যাচে ভুগতে থাকা বার্সেলোনা অবশেষে ঘুরে দাঁড়ালো। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলল তারা।
ম্যাচের ২১তম মিনিটে লেংলেটের গোলে এগিয়ে যায় সফরকারী বার্সেলোনা। ৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান ডেনিশ তারকা মার্টিন ব্রেথওয়েট।
আর ৬৫তম মিনিটে স্বাগতিকদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বার্সা দলপতি লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড একান্তই নিজের করে নেন এলএমটেন।
সূত্রঃ সময় টিভি/ স্পোর্টসজোন২৪








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment