লজ্জার রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গেলেন চাহাল

ক্রিকেট দুনিয়া November 28, 2020 1,113
লজ্জার রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গেলেন চাহাল

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩৭৪ রানের পাহাড় সমান স্কোর খাড়া করে অস্ট্রেলিয়া। সৌজন্যে ভারতীয় বোলারদের হতশ্রী পারফরম্যান্স। সবার মধ্যে টিম ইন্ডিয়ার যে বোলার সবচেয়ে বেশি রান দিলেন, তিনি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। একই সঙ্গে ওয়ানডেতে ভারতীয় স্পিনারদের মধ্যে লজ্জাজনক অধ্যায় রচনা করলেন তিনি।


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে ৮৯ রান দেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। মার্কাস স্টইনিসকে শূন্য রানে ফিরিয়ে দিলেও চাহালের ৮.৯০ ইকোনমি রেট নিয়েই চলছে চর্চা। এক ওয়ানডেতে কোনো ভারতীয় স্পিনারের সবচেয়ে ব্যয়বহুল বোলিং এটিই।


গত বিশ্বকাপে বার্মিংহামে তার ১০ ওভারে ৮৮ রান তুলেছিল ইংলিশরা। চাহালের পরে স্পিনার হিসেবে রেকর্ডে আছেন আরেক লেগ স্পিনার পিযুষ চাওলা। ২০০৮ সালে মিরপুরে ১০ ওভারে তিনি গুনেছিলেন ৮৫ রান।


পেস-স্পিন মিলিয়ে ভারতের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে চাহাল আছেন চার নম্বরে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১০৬ রান দিয়ে রেকর্ডটি ভুবনেশ্বর কুমারের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ১০২ রান দিয়েছিলেন আরেক পেসার বিনয় কুমার। ২০১৭ সালে আবার ভুবনেশ্বর ১০ ওভারে ৯২ রান দেন নিউজিল্যান্ডের বিপক্ষে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪