ময়নাতদন্তের জন্য ম্যারাডোনার মরদেহ মর্গে

ফুটবল দুনিয়া November 26, 2020 660
ময়নাতদন্তের জন্য ম্যারাডোনার মরদেহ মর্গে

বুধবার (২৫ নভেম্বর) আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুয়েন্স আয়ার্সের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের পর গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা।


তিগ্রেতে নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। আসলে কী কারণে ম্যারাডোনার মৃত্যু হলো তা নির্ণয়ের জন্য তার মরদেহ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে।


যদিও আর্জেন্টিনার শহর স্যান ইসদ্রোর প্রসিকিউটর জন ব্রোয়েট বুধবার জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে তার মৃত্যু ‘স্বাভাবিক’।


এক বিবৃতিতে ব্রোয়েট বলেন, স্থানীয় সময় ৪টায় পুলিশ তার লাশের ফরেনসিক কাজ শুরু করেছে। এছাড়া তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে সান ফার্নেন্দো হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি। – এএফপি/ দ্য সান/ আমাদের সময়