ম্যাচ হারের কারন হিসেবে যা বললেন মুশফিক

ক্রিকেট দুনিয়া November 24, 2020 1,199
ম্যাচ হারের কারন হিসেবে যা বললেন মুশফিক

কাগজ কলমের হিসাবে মিনিস্টার গ্রুপ রাজশাহীর চেয়ে ঢের শক্তিশালি দল বেক্সিমকো ঢাকা। ঢাকার একাদশে ছিল মুশফিকুর রহিম, রুবেল হোসেন এবং সাব্বির রহমানের মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে এক ঝাঁক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবারা। অপরদিকে রাজশাহীর দলে নেই কোনো 'এ' ক্লাস ক্রিকেটার। কিন্তু তাঁর পরও অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ঢাকাকে।


আর এটি কেবল ঢাকার বোলারদের বাজে বোলিংয়ের জন্য সম্ভব হয়েছে বলে মনে করেন ঢাকা দলপতি মুশফিক। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে এমনটাই জানান মুশফিক। এ সময় রাজশাহী দল এবং তাঁদের জয়ের নায়ক মেহেদিকে অভিনন্দন জানান তিনি।


মুশফিক বলেন, 'প্রথমত রাজশাহী ও মেহেদিকে অভিনন্দন। তারা যেভাবে খেলেছে। যেটা আপনি বললেন এটা প্রথম ম্যাচ। এখানে ক্রিকেটারদের নার্ভ থাকবে। আমার মনে হয় আমরা বোলিংয়ে খুব ভালো করতে পারিনি। আমার মনে হয় আমরা শুরুটা ভালো করিনি আবার মাঝখানে ভালো করেছি এরপর আবার শেষদিকে সোহান ও মেহেদি ভালো ব্যাটিং করেছে । আমার মনে হয় আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি।'


'আমার মনে হয় ‌১৭০ তাড়া করার মতো রান। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বোলাররা ঠিকভাবে শেষ করতে পারেনি। আমি, আকবর, তামিম, নাঈম সবাই সেট হয়েছিল কিন্তু আপনার শুরুটাকে বড় করতে হবে। ৬০-৭০ রান করতে পারলে কেউ। ম্যাচ আমাদের হাতে থাকতো।'


তবে দলের হাল শেষ পর্যন্ত ধরে রাখায় মুক্তার আলীর ভূয়সী প্রশংসা করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আপনি যদি দেখেন মাঝখানে আমাদের ওভারে ৯-১০ রান করে লাগতো। আমার মনে হয় আকবরের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ নতুন ব্যাটসম্যানের জন্য কঠিন ছিল শেষদিকে। কারণ আপনি আশা করতে পারেন না কোনো ব্যাটসম্যান এসেই তিন ছক্কা হাঁকাবে।'


'কৃতিত্বটা মুক্তারের সে শেষ ওভার ছাড়া খুব ভালো ব্যাট করেছে। আশা করি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারবো। এটাই খেলার সৌন্দর্য। আপনার ভুল থেকে শিখতে হবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।'


সূত্রঃ ক্রিকফ্রেন্জি