লা লিগায় টানা ৪ ম্যাচে জয়শূন্য বার্সা

ফুটবল দুনিয়া November 1, 2020 1,013
লা লিগায় টানা ৪ ম্যাচে জয়শূন্য বার্সা

টানা চতুর্থ ম্যাচে এসেও লা লিগায় জয়ের দেখা পেল না বার্সেলোনা। প্রথমার্ধে গোলরক্ষক নেতোর এক অমার্জনীয় ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় আলাভেস। এরপর বিবর্ণ বার্সা ম্যাচে ফিরেছে আলাভেস দশ জনের দলে পরিণত হওয়ার পর। আঁতোয়ান গ্রিজম্যান বহু আকাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন। তিনিই শেষ পর্যন্ত দলকে আরেকটি হারের হাত থেকে বাঁচালেন। লা লিগায় ৬ ম্যাচ শেষে তাই বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষে দশেও জায়গা পেল না। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আরও ৮ পয়েন্ট পিছিয়ে থেকে বার্সা আছে ১২ নম্বরে।


চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে হারানো বার্সেলোনা এদিন আলাভেসের বিপক্ষে অসংখ্য সুযোগ করেছে হাতছাড়া। শুরুতেই টানা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয় বার্সা। তবে ১২ মিনিটে গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও নিজের ১৮ তম জন্মদিনটা রাঙাতে পারেনি স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। বিপরীতি স্বাগতিকরাও বল জালে জড়াতে পারেনি।



এবারের মৌসুমে একেবারেই চেনা ছন্দে নেই মেসি। প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভাঙ্গতেই পারছে না আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। এ ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি বার্সা সুপার স্টার। ৩১মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সেলোনা। যা আলাভেসের মাঠে সাত ম্যাচে এই প্রথম বার্সার জালে গোল।


অবশ্য ৬ মিনিট পর সমতায় ফেরার সুযোগটা হাতছাড়া করেন ডি ইয়ং। তাই পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে পেদ্রি ও পিয়ানিচকে নামান বার্সা কোচ। তবে পুরোপুরি রক্ষণাত্নক হয়ে পড়া আলাভেসের ডিফেন্ডারদের কড়া নজরে ছিলো বার্সা ফরোয়ার্ডরা। যদিও ৬৩ মিনিটে দারুণ গোল করে সমতায় ফেরান গ্রিজম্যান।


এরপর অসংখ্য সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি মেসি-গ্রিজম্যানরা। এ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে বার্সেলোনা।


(ঢাকাটাইমস/০১ নভেম্বর/এআইএ)