বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে শাস্তি পেলেন গেইল

ক্রিকেট দুনিয়া October 31, 2020 2,891
বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে শাস্তি পেলেন গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯৯ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। আর এই ম্যাচে রেকর্ড গড়েন ক্যারিবিয়ান এই সুপারস্টার! ১ রানের জন্যে শতক মিস করে ক্রিকেট বহির্ভূত প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। আর তাতেই শাস্তি হিসেবে জরিমানা গুণতে হচ্ছে তাকে।


এদিন একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার ছক্কার রেকর্ড গড়েন তিনি। কিন্তু নিজের ৯৯ রানের মাথায় জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ক্ষেপে যান গেইল। রেগে গিয়ে ব্যাট ছুঁড়ে মারেন মিড উইকেটের দিকে। সৌভাগ্যবশত কেউ আহত না হলেও ক্রিকেটীয় আচরণের বাহিরে ছিল এটি৷ যার জন্যে গুনতে হচ্ছে জরিমানা।


পুরো ঘটনাই দুর্ঘটনাবশত হলেও আইপিএলে শৃঙ্খলাভঙ্গের কারণে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়। লেভেল ওয়ান ধারায় গেইলকে শাস্তি দেওয়া হয়। গেইলও পরে নিজের দোষ স্বীকার করে নেন।


আইপিএলের মিডিয়া রিলিজে বলা হয়, কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়েই এই জরিমানা। কোন কারণে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও বোঝা গিয়েছে, গেইলকে ব্যাট ছোঁড়ার জন্যই জরিমানার অঙ্ক গুনতে হচ্ছে। - স্পোর্টসজোন২৪