পরবর্তী আইপিএলেও চেন্নাইয়ের অধিনায়ক থাকছেন ধোনি

ক্রিকেট দুনিয়া October 27, 2020 736
পরবর্তী আইপিএলেও চেন্নাইয়ের অধিনায়ক থাকছেন ধোনি

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩ বারের চ্যাম্পিয়নও তারাই। কখনও গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়নি চেন্নাইকে, তবে এবার সেই শঙ্কার সামনেই পড়তে যাচ্ছে দলটি। সবচেয়ে বড় ব্যাপার চেন্নাইয়ের পারফর্মেন্সও খুবই বাজে। ভালো করতে পারছেন না তাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।


চেন্নাইয়ের পাশাপাশি সমালোচনা হচ্ছে ধোনিরও, ব্যক্তিগত আক্রমণের শিকারও হতে হয়েছে দলটির অধিনায়ককে। আগের সেই ধোনিকে একটা ম্যাচেও খুঁজে পাওয়া যায়নি, বয়সও ৩৯ পেরিয়ে গেছে। সব মিলিয়ে এবারের আইপিএলকেই ধোনির ক্যারিয়ারের শেষ দেখছিলেন ক্রিকেট বোদ্ধারা, তবে ভিন্ন কিছুই ভাবছে চেন্নাই সুপার কিংস।


একের পর এক লজ্জাজনক হারের পর গুঞ্জন উঠেছিল পরের মৌসুমে খোলনলচে পাল্টে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের, ধোনিসহ সিনিয়র অন্তত ৭/৮ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে তারা। তবে অন্যদের ভাগ্যে কি আছে সেটা বলা কঠিন হলেও ধোনির ভাগ্য সুপ্রসন্নই মনে হচ্ছে, অন্তত চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথের কথাতে সেটাই বলা যায়। তিনি জানিয়েছেন, আগামী মৌসুমেও চেন্নাইয়ের নেতৃত্বে থাকছেন ধোনি।


অনেক কিছু বদলে ফেলার ঘোষণা দিলেও ধোনির হাতেই নেতৃত্ব রাখার বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথ। তিনি বলেন, “হ্যাঁ অবশ্যই! আমি নিশ্চিত যে ২০২১ সালেও সিএসকে-র নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। তিনটি আইপিএল ট্রফি জিতেছেন। এ বছর আমরা প্লে-অফের জন্যে কোয়ালিফাই করিনি, একটা খারাপ বছর গেল। আমাদের অনেক কিছুই বদল করতে হবে।”


এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচ খেলে মাত্র ৪ টিতে জয় পেয়েছে, কাগজে-কলমে এখনও টুর্নামেন্টে টিকে থাকলেও বাস্তবতায় প্লে-অফে খেলার সম্ভবনা নেই তাদের। - ডেইলি স্পোর্টস বিডি