ক্রিকেটারদের অনুরোধে ছুটে এসেছিলেন পাপন

ক্রিকেট দুনিয়া October 26, 2020 911
ক্রিকেটারদের অনুরোধে ছুটে এসেছিলেন পাপন

ক’রোনার জৈব-সুরক্ষা বলয় তৈরি করে আয়োজন করতে হচ্ছে দেশ-বিদেশের যেকোনো সিরিজ বা টুর্নামেন্ট। সেই নিয়ম মেনে তিন দলের টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণে চাইলেই কেউ ক্রিকেটারদের সংস্পর্শে আসতে পারেন না।


এই যেমন গতকাল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে ট্রফি তুলে দিতে বাধ্য হয়ে সকালে ক’রোনা টেস্ট করিয়ে ক্রিকেটারদের পুরস্কার দিতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


গতকাল পুরস্কার দেওয়া শেষে গণমাধ্যমকে তিনি জানান, “আজকেই (রোববার) করোনা পরীক্ষা করিয়ে এসেছি। এখানে তো খেলা শুরু হয়েছে দেড়টায়। ওরা বললো যে আমাকে নাকি মাঠের ভেতরে গিয়ে ওদের ট্রফি দিতে হবে। তখন বললাম আমি জৈব সুরক্ষিত পরিবেশ ভেঙ্গে ওদের সামনে যাব!”


“তাইলে আমার তো পরীক্ষা করতে হবে। সকাল বেলা পরীক্ষা করিয়েছি। বিকেল ৫টা ২০ এ ফলাফল পেয়েছি, নেগেটিভ। তারপর এখানে রওনা দিলাম। কারণ, এটা তো আমার দায়িত্ব। আমার মাধ্যমে কেউ অসুস্থ হোক এটা তো আমি চাই না।”– যোগ করেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪