প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ইতিহাস গড়লেন স্টোকস

ক্রিকেট দুনিয়া October 26, 2020 2,718
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ইতিহাস গড়লেন স্টোকস

অবশেষে রাজস্থান রয়্যালসের বাঁচা মরার ম্যাচেই জ্বলে উঠলেন স্টোকস। ব্যাট হাতে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বাইয়ের বিপক্ষে দলকে ৮ উইকেটের জয় উপহার দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। সেই সাথে আইপিএলে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।


আইপিএলের আজ দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।


জবাবে ব্যাট করতে নেমে স্টোকসের অপরাজিত ৬০ বলে ৩ ছক্কা ও ১৪ বাউন্ডারিতে অপরাজিত ১০৭ ও স্যামসনের ৩১ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে অপরাজিত ৫১ রানে ৮ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস।


আইপিএলের ইতিহাসে এটি স্টোকসের দ্বিতীয় শতরান। আইপিএলে স্টোকসের দুটি শতরানই রান তাড়া করতে নেমে এসেছে। আর দুটি শতকেই দলকে ম্যাচ জিতিয়েছেন স্টোকস। ফলে আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সফল রান তাড়ায় সেঞ্চুরি করার রেকর্ড গড়েন স্টোক।


টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে ১২ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এল রাজস্থান। - স্পোর্টসজোন২৪