এলপিএলের জমজমাট নিলাম অনুষ্ঠিত; কে কোন দলে দেখে নিন

ক্রিকেট দুনিয়া October 20, 2020 15,498
এলপিএলের জমজমাট নিলাম অনুষ্ঠিত; কে কোন দলে দেখে নিন

কয়েক দফা পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হলো লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসরের প্লেয়ার ড্রাফট। সোমবার (১৯ অক্টোবর) অনলাইনে অনুষ্ঠিত হয় এই জমজমাট প্লেয়ার ড্রাফট। যেখানে বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।


এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল। শ্রীলঙ্কার পাঁচ শজরের নামানুসারে দলগুলোর নামকরণ করা হয়েছে, কলম্বো কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, জাফনা স্ট্যালিয়ন্স, ডাম্বুলা হকস ও ক্যান্ডি টাস্কার্স।


পাঁচটি ফ্র্যাঞ্চাইজির জন্য পাঁচ জন আইকন ক্রিকেটারও নির্ধারণ করা হয়েছে। যেখানে অ্যাঞ্জেলো ম্যাথুস কলম্বো কিংস, লাসিথ মালিঙ্গা গল গ্ল্যাডিয়েটর্স, থিসারা পেরেরা জাফনা স্ট্যালিয়ন্স, দাসুন শানাকা ডাম্বুলা হকস ও কুশল পেরেরা ক্যান্ডি টাস্কোফোর্সের আইকন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।


এছাড়াও এলপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, ডেভিন মালান, শোয়েব মালিকদের মতো বড় বড় তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।


উল্লেখ্য, এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ নভেম্বর। শেষ হবে ১৩ ডিসেম্বর। আসরে মোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


নিলাম শেষে এলপিএলেে পাঁচ দল যেমন হলোঃ-


গল গ্ল্যাডিয়েটর্সঃ

লাসিথ মালিঙ্গা (আইকন), শহীদ আফ্রিদি, কলিন ইনগ্রাম, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, আজম খান, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, আকিলা ধনাঞ্জয়া, মিলিন্ডা সিরিবর্ধনে, লাকশান সান্দাকান, শেহান জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, নুয়ান থুশারা, মোহামদ শিরাজ, ধনাঞ্জয়া লাকশান, চানাকা রোয়ানসিরি।


কলম্বো কিংসঃ অ্যাঞ্জেলো ম্যাথুস (আইকন), আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসিস, মানপ্রীত সিং গনি, মানবিন্দার বিসলা, ইসুরু উদানা, দিনেশ চান্দিমাল, আমিলা আপোন্সো, আসহান প্রিয়ঞ্জন, রবিন্দের পাল সিং, দুশমান্থ চামিরা, জাফ্রে বান্দারসে, থিকশিলা ডি সিলভা, পিট কুশল, লাহিরু উদারা, হিমেশ রামানায়েকে, কালানা পেরেরা, থারিন্দু রাথনায়েকে, নাভুদ পারান্থানা।


ডাম্বুলা হকসঃ দাসুন শানাকা (আইকন), ডেভিড মিলার, কার্লোস ব্র‍্যাথওয়েট, পল স্টার্লিং, সামিত প্যাটেল, নিরোশান ডিকওয়েলা, লাহিরু কুমারা, ওশাদা ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু মাদুশানকা, উপল থারাঙ্গা, অ্যাঞ্জেলো পেরেরা, রমেশ মেন্ডিস, পুলিনা থারাঙ্গা, আশিন বান্দারা, দিলশান মাদুশানকা, সচিন্দু কলোম্বাগে।


ক্যান্ডি টাস্কার্সঃ কুশল পেরেরা (আইকন), ক্রিস গেইল, লিয়াম প্লাংকেট, ওয়াহাব রিয়াজ, নাভিন উল হক, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সিকাগো প্রসন্ন, আসলে গুনারত্নে, কামিন্দু মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, কাভিশা আঞ্জুলা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু সামারাকন, নিশান মাদুশকা ফার্নান্দো, চামিকা এদিরিসিংগে, ইশান জয়ারত্নে।


জাফনা স্ট্যালিয়ন্সঃ থিসারা পেরেরা (আইকন), ডেভিড মালান, শোয়েব মালিক, উসমান শিনওয়ারি, আসিফ আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আভিস্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, সুরাঙ্গা লাকমাল, বিনুরা ফার্নান্দো, মিনুদ ভানুকা, চাথুরঙ্গ ডি সিলভা, মাহেশ থিকশানা, চারিথ আসালাঙ্কা, নুভিনিদু ফার্নান্দো, কানাগারাত্নাম কপিলরাজ, থিবেন্দিরাম দিনুশান, ইয়াকানাথ ইয়াস্কানাথ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪