পুচকে কাদিজের বিপক্ষে হারলো রিয়াল মাদ্রিদ

ফুটবল দুনিয়া October 18, 2020 1,009
পুচকে কাদিজের বিপক্ষে হারলো রিয়াল মাদ্রিদ

লা লিগায় ২৯ বছর পর কাদিজের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা দলটির সঙ্গে নিজেদের মেলে ধরতে পারেনি জিনেদিন জিদানের দল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকেলে ১-০ গোলে হারে রিয়াল। একমাত্র গোলটি করেন লোসানো।


লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নদের সঙ্গে নবাগত কাদিসের মাঠের লড়াইটা হলো অপ্রত্যাশিত। কেবল বল পায়ে রাখায় আধিপত্য করতে দেখা গেল রিয়ালকে, আক্রমণে তারা ছিল বিবর্ণ।


১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা কাদিস শুরু থেকেই ছিল দুর্দান্ত। আক্রমণে বারবার ভীতি ছড়াতে থাকে আগের পাঁচ ম্যাচের দুটিতে জেতা ও একটিতে ড্র করা দলটি।


খেলার দ্বিতীয় মিনিটে এগিয়েও যেতে পারতো তারা। নিজেদের ডি-বক্সের মুখে বল ক্লিয়ার করতে অহেতুক বিলম্ব করছিল রিয়াল, তারই ফাঁকে বল পেয়ে আলভারো নেগ্রেদোর নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়াতে যাচ্ছিল।


গোললাইনের ঠিক আগ থেকে স্লাইডে ফেরান সের্হিও রামোস। চতুর্দশ মিনিটে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে আরেক দফা বেঁচে যায় রিয়াল। স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান কালার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান বেলজিয়ামের এই গোলরক্ষক।


দুই মিনিট পরেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় কাদিস। সতীর্থের হেডে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় হাঁটু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত এক টোকায় ঠিকানা খুঁজে নেন লোসানো। বল কোর্তোয়ার বাঁহু ছুঁয়ে জালে জড়ায়।


৩৭তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে রিয়াল। তবে প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলার মতো কিছুই করতে পারেনি তারা। দুই মিনিট পর কর্নারে রাফায়েল ভারানের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।


চ্যাম্পিয়ন্স লিগের দুটি ও আগামী সপ্তাহে লিগে ক্লাসিকোসহ ২৩ দিনে মোট সাতটি ম্যাচ খেলতে হবে। সেই ভাবনাতেই হয়তো দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক রামোস ও মদ্রিচসহ একসঙ্গে চারটি পরিবর্তন করেন জিদান। এরপর তাদের খেলায় কিছুটা গতিও বাড়ে; তবে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা।


৬৬তম মিনিটে টনি ক্রুসের ক্রস ছয় গজ বক্সের মুখে আয়ত্ত্বেই পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র; কিন্তু হেড লক্ষে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


৮১তম মিনিটে সমতায় ফিরতে পারত রিয়াল; কিন্তু ভাগ্য সহায় ছিল না। ডি-বক্সের বাইরে থেকে করিম বেনজেমার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবার এড়াতে পারেনি। বাকি সময়ে মরিয়া চেষ্টা চালালেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি চ্যাম্পিয়নরা।


পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে রিয়াল। - ডেইলি বাংলাদেশ