বুমরাহর এক ওভারে সর্বোচ্চ ছক্কা মারলেন কামিন্স

ক্রিকেট দুনিয়া September 24, 2020 104,704
বুমরাহর এক ওভারে সর্বোচ্চ ছক্কা মারলেন কামিন্স

১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাজ ঘরে আসা যাওয়াতে ব্যস্ত ছিল কলকাতার ব্যাটসম্যানেরা। ৯ উইকেট হারিয়ে কলকাতা ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৪৬ রানই তুলতে সক্ষম হয়েছিলো।


ম্যাচটি বল হাতে নিস্প্রভ ছিলেন দলের সবচেয়ে দামী পেসার পেট কামিন্স৷ তবে ব্যাট হাতে দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছে কামিন্সই। যেখানে দারুণ এক রেকর্ডও গড়েছেন সাড়ে ১৫ কোটির এই পেসার।


টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে। রোহিত শর্মা ৮০ ও সূর্যকুমার যাদব ৪৭ রান করেন। শিবম মাভি ২টি উইকেট নেন। বল হাতে কোন উইকেট ছাড়াই ৩ ওভারে ৪৯ রান দেন কামিন্স।


জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে নিজেদের ইনিংস শেষ করে। প্যাট কামিন্স ৩৩ ও দীনেশ কার্তিক ৩০ রান করেন। খেলা প্রায় শেষ কিন্তু হাল ছাড়েননি কামিন্স।


১৮ তম ওভারে নেন ২৭ রান, এরমধ্যে বুমরাহকে চারটি ছয় মারেন কামিন্স। এর আগে বুমরাহ কখনো এক ওভারে ৪ ছক্কা খাননি। কামিন্সই প্রথম ব্যাটসম্যান যে বুমরাহর এক ওভারে ৪ ছক্কা মেরেছেন। পরের ওভ্রে ১১ বলে ৩৩ রান করে প্যাটিনসনের বলে মারতে গিয়ে আউট হলেন কামিন্স।


সূত্রঃ স্পোর্টসজোন২৪