তিন ফরম্যাটে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া September 21, 2020 777
তিন ফরম্যাটে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের মার্চে, ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার পরের সময়টাতে অনেক চড়াই-উতরাই দেখতে হয়েছে বাঁ-হাতি পেসারকে। নিজের নামের সুবিচার করতে পারছিলেন না। দল থেকে বাদও পড়েছেন।


তবে এখন তিন ফরম্যাটে খেলতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। যেখানে তার কাটার, স্লোয়ারের সাথে যোগ করেন ইনসুইং। পেস বোলিং কোচ ওটিস গিবসন নতুন একটি গ্রিপ দেখিয়েছিলেন। আর সেটা নিয়ে কাজ করছেন তিনি।


আজ অনুশীলন শেষে গণমাধ্যমে মোস্তাফিজ বলেন, “আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন চেষ্টা করছি ফিটনেস বলেন, বোলিং, স্কিল বলেন কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে নিয়মই হতে পারি সেগুলো করার।”


“করোনার আগে গিবসন আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিল যে কী করলে বল ভেতরে ঢুকবে। ওটা নিয়ে কাজ করছিলাম, এখনো ভালো যাচ্ছে। আরও কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে পারলে ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবো।”– যোগ করেন তিনি। - স্পোর্টসজোন২৪