তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার যোগ্যতা সাকিবের আছে : পাপন

ক্রিকেট দুনিয়া September 17, 2020 13,196
তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার যোগ্যতা সাকিবের আছে : পাপন

নিষেধাজ্ঞার আগে বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ওয়ানডে ক্রিকেট থেকে মাশরাফি বিন মর্তুজা সরে দাঁড়ালে সেখানে দীর্ঘ মেয়াদের জন্য তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের উপর থেকে।


শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকেই বাংলাদেশের একাদশে দেখা যাবে সাকিব আল হাসানকে। এটা একপ্রকার নিশ্চিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সাকিব যদি দলে ফিরে তাহলে কি তিন ফরম্যাটে আবার সাকিব-আল-হাসান অধিনায়ক হচ্ছেন? এমন এক প্রশ্নের জবাব দিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


সম্প্রতি ‘নট আউট নোমান’ অনুষ্ঠানে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব তিন ফরম্যাটেই অধিনায়ক হতে পারে- ওর সামর্থ্য আছে, এতে কোনো সন্দেহ নেই। দলের সবাই তাকে সাদরে গ্রহণ করে। অধিনায়কের জন্য এটা গুরুত্বপূর্ণ। তার অধিনায়ক হওয়ার সব গুণাবলিই আছে। তবে ফরম্যাট অনুযায়ী অধিনায়ক আলাদা রাখতে পারলে ভালো হয়।’


কিন্তু এই মুহূর্তে সাকিব আল হাসানকে তিন ফরমেটে অধিনায়ক করার মতো কোনো যুক্তি দেখেন না বিসিবি সভাপতি। বরং যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তাদেরকে আরো বেশি সুযোগ দিতে চান। তিনি বলেন, ‘মূল দলও আলাদা থাকলে ভালো। পুরো দল তো আলাদা থাকবে না। প্রতি ফরম্যাটের জন্য যতি অন্তত ৩-৪ জন স্পেশালিস্ট খেলোয়াড় পাওয়া যায়। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টিতে। এই প্রক্রিয়া থেকেই এসেছে যে অধিনায়কও আলাদা হলে ভালো হয়।’


পাপন আরো বলেন, ‘যাকেই যেটা দেওয়া হয় আমরা লম্বা সময়ের জন্যই দিব। ওয়ানডেতে তামিকে দিয়েছি লম্বা সময়ের জন্যই। কয়েকদিন পরপর পাল্টালে অনেকে নিতে চায় না। সাকিব অবশ্যেই সব ফরম্যাটে অধিনায়ক হতে পারে। তবে আমাদের মাথায় এমুহূর্তে এমন কোনো চিন্তা নেই।’


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট