ম্যাক্সওয়েল ও ক্যারির রেকর্ড জুটিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া September 17, 2020 25,897
ম্যাক্সওয়েল ও ক্যারির রেকর্ড জুটিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

স্কোর বোর্ড ৭৩ রান তুলতেই সাজ ঘরে ফিরেছিল অস্ট্রেলিয়ার প্রথম সারির ৫ জন ব্যাটসম্যান। জয়ের পাল্লা ভারি ছিল ইংল্যান্ডের দিকে। দলের এই অবস্থায় গ্রান্ড ম্যাক্স ওয়েল ও ক্যারির রেকোর্ড ২১৫ রানের জুটিতে পাল্টে যায় পুরো পাশা। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অজিরা।


ম্যাক্স ওয়েল নিজের ক্যারিয়ার সেরা ১০৮ রানে ইনিংসের সাথে অপর প্রান্তে অ্যালেক্স ক্যারি নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। ক্রিজে ছিল নতুন দুই ব্যাটসম্যান।


কিন্তু বোলার মিশেল স্টাস আদির রদিশের প্রথম বলে ছক্কা হাকিয়ে পুরো দলের চাপ হালকার করেন। এক বল বাকি থাকতে অস্ট্রেলিয়া জয় নিজেদের করে নেয়। ইংল্যান্ডের পক্ষে জে রুট ও ওয়াক্স ২টি করে উইকেট তুলতে সক্ষম হয়।


এর আগে ০ রানে ২ উইকেট হারিয়ে শুরু করা ইংল্যান্ড দিন শেষে জাম বির্স্টাও এর সেঞ্চুরিতে ভর করে স্কোর বোর্ডে জমা করে ৩০২ রানের চ্যালেঞ্জিং স্কোর। শেষে দিকে অস্ট্রেলিয়ার বোলারদের উপর সিআর ভোকসের চওড়া হলে ফাইনালের জমজমাট লড়ায়ের পুঁজি পেয়ে যায় স্বাগতিকেরা।


অস্ট্রেলিয়ার পক্ষে এ্যাডাম জাম্বার ও মর্শাল স্ট্রোক ৩ টি করে উইকেট নিজেদের নামের পাশে যোগ করেন।

ম্যাচ সেরা হন : গ্রান ম্যাক্স ওয়েল


সূত্রঃ আমাদের সময়