

দরজির কাছে শার্ট-প্যান্ট বানাতে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা শফিক। যথা সময়ে তিনি তাঁর পোশাক বুঝে পেলেন। সব ঠিকঠাক আছে, শুধু শার্ট-প্যান্ট কোনো টারই পকেট নেই।
দরজিকে পাকড়াও করলেন শফিক, ‘কী হে, জামার পকেট কোথায়?’
দরজি উত্তর দিল, ‘ব্যাংক কর্মকর্তারা কখনো নিজের পকেটে হাত দেয় নাকি!


পাঠকের মন্তব্য (0)
Please login To write comment