শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম টেস্ট

ক্রিকেট দুনিয়া August 12, 2020 16,279
শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ অক্টোবর প্রথম টেস্ট

চূড়ান্ত হয়ে গেল টাইগারদের শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ। শুধুমাত্র টেস্ট সিরিজ খেলতে ২৩শে সেপ্টেম্বর ঢাকা ছাড়বে মুমিনুল, মুশফিকরা। তাদের সাথেই শ্রীলঙ্কা যাবে বিসিবির এইচপি দলও। বিসিবির বৈঠক শেষে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।


সূচী অনুসারে ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর শ্রীলঙ্কা পৌছে সেখানকার সরকারী নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন সবাই। এরপর শুরু হবে অনুশীলন। প্রস্তুতি ক্যাম্প শেষ করে ঠিক এক মাস পর শুরু হবে খেলা।


তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই হবে কলম্বো স্টেডিয়ামে। ৬ বছর আবারো কোন দলের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।


এ ব্যাপারে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে আকরাম খান বলেন, ‘তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা অবশ্যই আনন্দের ব্যাপার।


তবে ৫-৬ মাস ধরে ক্রিকেটাররা মাঠের বাইরে সেকারণে এটা অনেক কঠিন হবে। ক্রিকেটারদের অনেক পরীক্ষার (ক’রোনা ভাইরাস) মধ্য দিয়ে যেতে হবে। তবে আশা করছি সবকিছু প্ল্যান অনুযায়ী হবে।’


আকরাম খান আরো জানান, ‘সফরের প্রথম তিন সপ্তাহের খরচ আমরা বহন করবো। এইচপি দলের সহ। যাদের সফর জুলাইয়ে হওয়ার কথার ছিল। এখন দুই দলই একসাথে ভ্রমণ করবে এবং একসাথে ম্যাচ খেলবে। ’


সফরে তিন টি-২০ সিরিজের কথা বলা হলেও সেটি হচ্ছেনা বলে জানান আকরাম, ‘বোর্ড আরো ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রস্তাব করেছিল। কিন্তু সম্ভবত সেটি হচ্ছেনা।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪