চীনা কোম্পানি স্পন্সর; আইপিএল বর্জনের ডাক ভারতীয়দের

ক্রিকেট দুনিয়া August 4, 2020 1,871
চীনা কোম্পানি স্পন্সর; আইপিএল বর্জনের ডাক ভারতীয়দের

রোববার ভিডিও কনফারেন্সে দীর্ঘ বৈঠক শেষে এক বিবৃতিতে এবারের আইপিএল আসরের চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেয় বিসিসিআই। সাথে এটাও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরেও স্পনসর থাকছে চীনা কোম্পানি ভিভো।


তাতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট।


গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের টুর্নামেন্টে পুরোনো সব স্পনসরই থাকছে। অর্থাৎ চীনা মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভোই এ বছর আইপিএলের স্পনসর হিসেবে থাকবে।


এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফোঁসে উঠেছে ভারতীয় জনগণ। ‘হ্যাশট্যাগ বয়কট আইপিএল’ দাবি তুলছে তারা। এতে শামিল হলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও।


বিসিসিআই তথা সরকারের সমালোচনা করে দুইটারে তরুণ এই রাজনীতিবিদ লিখেছেন- “চীনের মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানই আইপিএলের স্পনসর থাকছে। অথচ আমাদের বলা হচ্ছে চীনা পণ্য বয়কট করতে।


সূত্রঃ আমাদের সময়