উইজডেনের শতাব্দী সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব

ক্রিকেট দুনিয়া July 3, 2020 1,684
উইজডেনের শতাব্দী সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব

চলতি শতাব্দীর ২০ বছর কাটতে না কাটতেই শতাব্দীর সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজ এবং উইজডেন ক্রিকেট মান্থলির যৌথ প্রচেষ্টায় প্রকাশিত হল শতাব্দীর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি। যেখানে সেরাদের তালিকায় রয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


তিন ফরম্যাটের ক্রিকেটের ওয়ানডে এবং টেস্ট এই দুই ফরম্যাটে সেরাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন সাকিব। শুধুমাত্র ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। টেস্টে তালিকার ৬ নম্বরে অবস্থান করছেন সাকিব। আর ওয়ানডেতে মাত্র ০.৫ পয়েন্ট কম অর্জন করায় দুই নম্বরে রয়েছেন তিনি।


কোনো খেলোয়াড়ের একটি ম্যাচে কতটা অবদান ছিল সেটি বিচার করে তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিন উদ্ভাবিত ফর্মুলা ব্যবহার করে বের করা হয়েছে ক্রিকেটারদের পয়েন্ট। এরপর নির্বাচিত সময়ে খেলা সব ম্যাচের পয়েন্ট যোগ করার পর গড় বের করা হয়েছে। ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো।


• টেস্টের সেরা ১০

১) মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা

২) রবীন্দ্র জাদেজা, ভারত

৩) স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া

৪) গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

৫) শন পোলক, দক্ষিণ আফ্রিকা

৬) সাকিব আল হাসান, বাংলাদেশ

৭) জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা

৮) রবিচন্দ্রন অশ্বিন, ভারত

৯) প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া

১০) শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া


• ওয়ানডের সেরা ১০

১-অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড

২-সাকিব আল হাসান, বাংলাদেশ

৩-গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া

৪-এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

৫-কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড

৬-বিরাট কোহলি, ভারত

৭-শন পোলক, দক্ষিণ আফ্রিকা

৮-হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা

৯-নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া

১০-জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা


• টি-টোয়েন্টির সেরা ১০

১-রশিদ খান, আফগানিস্তান

২-যশপ্রীত বুমরা, ভারত

৩-ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া

৪-সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ

৫-এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

৬-ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ

৭-এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ

৮-লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা

৯-ওয়াহাব রিয়াজ, পাকিস্তান

১০-কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা


সূত্রঃ আমাদের সময়