ক্রিকেট খেলবে রাশিয়া! পেলো আনুষ্ঠানিক স্বীকৃতি

ক্রিকেট দুনিয়া May 1, 2020 2,124
ক্রিকেট খেলবে রাশিয়া! পেলো আনুষ্ঠানিক স্বীকৃতি

২০১৯ সালের ১৫ জুলাই রাশিয়া ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ক্রিকেট কোনো খেলাই নয় তাঁদের কাছে! ক্রিকেটের কোনো স্বীকৃতি নেই তাদের কাছে। এই বিজ্ঞপ্তির প্রায় ১১ মাস পর আনুষ্ঠানিক ভাবে ক্রিকেটকে নিজেদের মূল খেলাধুলোর অংশ করেছে রাশিয়া।


অনেক আগ থেকেই আইসিসির সহযোগী সদস্য রাশিয়া। কিন্তু দেশটির ক্রিকেট ইতিহাসও শতবর্ষ পুরোনো। তারপরও ক্রিকেট নিয়ে কোনো মাথাব্যাথাই ছিল না তাঁদের। ১৮৭০ সালের দিকে ব্রিটিশদের হাত ধরে রাশিয়াতে প্রথম ক্রিকেট খেলা শুরু করে।


১৯১৭ সালে রুশ বিপ্লবের পর খেলাটার আর বিকাশ ঘটেনি রাশিয়ায়। ক্রিকেট বুর্জোয়াদের খেলা—এ ধারণায় রুশদের মধ্যে ক্রিকেটের বিস্তৃত ঘটতে দেননি কমিউনিস্ট নেতারা। সময়ের সঙ্গে বদলেছে চিত্র।


ক্রিকেট ছড়িয়ে দিতে ২০০৪ সালে রাশিয়ার ক্রিকেট বোর্ডের নাম হয় ‘ক্রিকেট রাশিয়া’। দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অশ্বিনি চোপড়া বলেন, 'রাশিয়ার ক্রিকেটের জন্য অসাধারণ একটি দিন আজ। অনেক বড় অর্জন এটি। এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।'


সূত্রঃ ক্রিকফ্রেন্জি