ভারতকে এতবার হারিয়েছি যে তাদের জন্য খারাপ লাগেঃ ইমরান খান

ক্রিকেট দুনিয়া April 26, 2020 1,818
ভারতকে এতবার হারিয়েছি যে তাদের জন্য খারাপ লাগেঃ ইমরান খান

করোনার প্রভাবে লকডাউনে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। লকডাউনে রয়েছেন পাকিস্তান এবং ভারতের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। ২২ গজের খেলা বন্ধ থাকইলেও কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ নেই এই দুই দেশের সাবেকদের ভেতর। একের পর এক কথার তীর ছুড়েই যাচ্ছেন পরস্পরের প্রতি।


ইট ছুঁড়ছেন, জবাবে পাটকেলও খাচ্ছেন। এমনই এক পরিস্থিতিতে এক প্রকারে বোম ফাটালেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খান। তিনি দাবী করেছেন ভারতকে প্রায়শই হারিয়ে দিতেন ভারতকে। এবং সে জন্য তাঁর বেশ খারাপও লাগে।


ইমরান খান বলেন, 'ভারতের জন্য খারাপ লাগে! প্রায়ই ওদের হারাতাম আমরা। আমি যখন অধিনায়ক ছিলাম তখন ভারতকে নিয়ে কখনই ভাবতাম না। ওয়েস্ট ইন্ডিজ দল ছিল তাদের ভয়ের কারণ। ভারতের জন্য সত্যিই খারাপ লাগে।'


কিছুদিন আগে পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবী করেন ইমরান খান। তিনি আরও বলেন, 'ভারতীয় দলকে এতবার হারিয়েছি যে তাদের জন্য খারাপ লাগে মাঝেমধ্যে। ওরা আমাদের সঙ্গে খুব চাপে থাকত। যখন টসের জন্য মাঠে নামতাম ওদের অধিনায়কের মুখ দেখেই বুঝে যেতাম যে, প্রচণ্ড চাপে আছে।'


ইমরান মনে করেন তাদের সময় ভারতের চেয়েও ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী দল হিসেবে গণ্য করতো পাকিস্তান। সাবেক এই পাক অধিনায়ক বলেন, 'সেই সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী ভারত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই সময়ে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। খুবই শক্তিশালী একটা দল ছিল। আমার মনে পড়ে না, ওরকম শক্তিশালী কোনও দল আমি দেখেছি সেই সময়ে।'


সূত্রঃ ক্রিকফ্রেন্জি