আইপিএল বাতিল হবে না, বিকল্প পথের খোঁজে বিসিসিআই

ক্রিকেট দুনিয়া April 13, 2020 1,384
আইপিএল বাতিল হবে না, বিকল্প পথের খোঁজে বিসিসিআই

করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব। সেই প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। গত ২৯ মার্চ শুরুর কথা ছিলো আইপিএলের ১৩তম আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি শুরু হতে পারেনি।


এখনও এই টুর্নামেন্ট অনিশ্চয়তার মুখে। তবে আইপিএল আয়োজনে বিকল্প পথ খুঁজবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিবিআইয়ের এক কর্মকর্তা এমনটাই বলেছেন।


বার্তা সংস্থা পিটিআইকে আইপিএল নিয়ে বিসিসিআইয়ের ঐ কর্মকর্তা বলেন, ‘আইপিএল বাতিল করতে পারে না বিসিসিআই। এটি আয়োজনের বিকল্প পথ খোঁজা হবে।’


তিনি বলেন, ‘বিসিসিআই এখনো আইপিএল নিয়ে ইতিবাচক। আমরা সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি। তবে সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর। এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।’


আইপিএল বাতিল হবে না, এটি নিশ্চিত করেছেন ঐ কর্মকর্তা। তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে, তা স্পষ্ট করেছেন তিনি। তিনি বলেন, ‘ভারতের তিনটি রাজ্য পাঞ্জাব-মহারাষ্ট্র ও কর্নাটকে লকডাউন চলছে। তা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।


এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আইপিএল কবে নাগাদ শুরু হবে তা বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত আইপিএল বাতিল হবে না। তবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হতে পারে।’


সূত্রঃ ডেইলি বাংলাদেশ