করোনা মোকাবিলায় দাতব্য সংস্থাকে এক কোটি টাকা দিলেন তামিম

খেলাধুলার বিবিধ April 12, 2020 1,608
করোনা মোকাবিলায় দাতব্য সংস্থাকে এক কোটি টাকা দিলেন তামিম

করোনা ভাইরাসের কারণে দেশ এখন অঘোষিত লকডাউনে। ফলে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। তাদের সাহায্যে এগিয়ে আসলেন ক্রিকেটার তামিম ইকবাল খান।


নিম্মআয়ের মানুষদের জন্য তিনি দিয়েছেন এক কোটি টাকা। টাকার পরিমাণটা নিজে থেকেই গোপন রেখেছেন। বহুবার সেল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।


তামিম ইকবালের ঘনিষ্ঠজন এবং বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক দিন ধরেই তামিম ভাবছিলেন, এই দুর্যোগপূর্ণ মুহুর্তে নিম্মআয়ের মানুষের জন্য তার কিছু একটা করা উচিত। সেই ভাবনা থেকেই তিনি ১ কোটি টাকা দান করেছেন একটি দাতব্য স্স্থংায়। এ ব্যাপারে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’ বলেছে, বিশাল অংকের দানই করেছেন ওপেনার তামিম। তবে যেহেতু গোপন দান, টাকার অংক জানানো সম্ভব নয়।


জাতীয় দলের ওপেনারের এমন মহৎ কাজে ধন্যবাদ জানিয়ে তারা বলেছে, আমাদের কোভিড-১৯ পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান দেয়ায় বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।


সূত্রঃ আমাদের সময়