জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ও সিরিজ সেরা লিটন দাস

ক্রিকেট দুনিয়া March 11, 2020 681
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ও সিরিজ সেরা লিটন দাস

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষ করলো বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা।


বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। স্বপ্নের মতো একটি সিরিজ কাটানো লিটন জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। একইসঙ্গে সিরিজসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।


সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে লিটন দাসের অর্ধশতকে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবার ক্লিন সুইপের স্বাদ নিলো বাংলাদেশ।


৪৫ বলে ৮টি চারের মারে ৬০ রান করা লিটন দাসের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৯ রান করেন লিটন। দুই ম্যাচে ১১৯ রান তোল লিটন দাস হয়েছেন ম্যান অব দ্য সিরিজও। - ডেইলি বাংলাদেশ