মে মাসেই ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা

ক্রিকেট দুনিয়া March 9, 2020 3,764
মে মাসেই ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা

আগামী মে মাসে তিনটি ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দুই দেশে দুই সিরিজ খেলবে টাইগাররা। আয়ারল্যান্ডেই ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করে ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ)।


সফরের সূচি অনুসারে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে ১১মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বেলফাস্টের স্টোরমন্টে ১৪মে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে যথাক্রমে ১৬ ও ১৯ মে পরের দুই ম্যাচ খেলবে টাইগাররা।


টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচ ইংল্যান্ডের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমে নিজেদের হোমভেন্যু ক্লনটার্ফে খেলতে চাইলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সিএ। মাঠ পরিচর্যার জন্য আপাতত মাঠটি ব্যবহার থেকে বিরত থাকতে চায় তারা।


ইংল্যান্ডের দ্য ওভালে ২২ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টনে। - ডেইলি বাংলাদেশ