রাসেলের ছয় ছক্কার তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ক্রিকেট দুনিয়া March 7, 2020 1,889
রাসেলের ছয় ছক্কার তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

আন্দ্রে রাসেলের ১৪ বলে ৪০ রানের টর্নোডোতে ভর করে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজটি তারা জিতেছে ২-০ ব্যবধানে।


শনিবার পাল্লেকেলেতে দ্বিতীয় ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে টস জিতেও শুরুতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা।


নিয়মিত বিরতিতে উইকেট হারানোতে এই ম্যাচে শ্রীলঙ্কার স্কোর বড় হয়নি। ১০৯ রানে বিদায় নিয়েছেন ৬জন। শেষ দিকে দাসুন শানাকার ২৪ বলে ৩১ ও থিসারা পেরেরার ১৩ বলে ২১ রানে সংগ্রহটা দাঁড়ায় ৬ উইকেটে ১৫৫ রানে।


জবাবে ক্যারিবীয়রা ২৩ রানে লিন্ডল সিমন্সের উইকেটটি হারালেও তারা জয়ের মঞ্চে ওঠে ব্রেন্ডন কিংয়ের ঝড়ো ইনিংসের সুবাদে। ২১ বলে ৪৩ করে ফিরেছেন কিং।


এরপর রোভম্যান পাওয়েল ১৭ রানে ফিরলে শেষ দিকে তাণ্ডব শুরু করেন আন্দ্রে রাসেল। মাত্র ১৪ বলে ৬ ছক্কায় অপরাজিত ছিলেন ৪০ রানে। অপর প্রান্ত খেলেছেন হেটমায়ার। ৪২ বলে ৪৩ রানে অপরাজিত থেকেছেন তিনি।


শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন লাসিথ মালিঙ্গাও ছিল ব্যর্থ ছিলেন, ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন! ম্যাচ ও সিরিজসেরা ছিলেন আন্দ্রে রাসেল।