শচীন-গেইলকে টপকে শীর্ষে তামিম

ক্রিকেট দুনিয়া March 4, 2020 1,318
শচীন-গেইলকে টপকে শীর্ষে তামিম

দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছিলেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। অবশেষে রানের দেখা পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম।


যা কিনা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এমন ইনিংস খেলে আরেকটি রেকর্ড গড়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক তামিম।


এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, স্বদেশি সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ ওয়ানডে খেলে ১৫৪৯ রান নিয়ে শীর্ষে ছিলেন গেইল।


গেইলকে টপকাতে তামিমের প্রয়োজন ছিল ১৫২ রান। ১৫৮ রানের ইনিংস খেলে গেইলকে টপকে শীর্ষে উঠে যান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ওয়ানডেতে ১৪০৪ রান সংগ্রহ করেছেন সাকিব। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ ম্যাচে ১৩৭৭ রান করে তালিকায় চারে আছেন শচীন।