বোর্ড চাইলে পাকিস্তানে খেলতে যাবেন মাশরাফি

ক্রিকেট দুনিয়া February 29, 2020 932
বোর্ড চাইলে পাকিস্তানে খেলতে যাবেন মাশরাফি

আগামী মাসে তৃতীয় দফায় পাকিস্তানের মাটিতে ওয়ানডে এবং টেস্ট খেলবে টাইগাররা। তবে গত দুই দফার মতো তৃতীয় দফায়ও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন মুশফিকুর রহিম।


সম্প্রতি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন। এই বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।


এদিকে বিসিবি সভাপতি স্পষ্ট বলে দিয়েছেন, এটাই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ। এরপর নতুন অধিনায়ক ঠিক করা হবে। ম্যাশের কাছে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, সাধারণ একজন খেলোয়াড় হিসেবে যদি পাকিস্তান সফরে ডাকা হয়, তাহলে তিনি যাবেন কিনা।


এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমি জানি না জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের পর কী হবে। তবে বাংলাদেশ দলের প্রয়োজনে আমাকে যেখানে ডাকা হবে সেখানেই আমি যাব। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক।


বোর্ড আমাদের কথা একবার দুইবার নয়, ১০বার ভেবে তবেই সিদ্ধান্ত নেয়। আমরা বোর্ডকে রেসপেক্ট করি। আমাদের উচিত বোর্ডের সিদ্ধান্ত চুড়ান্ত ভাবার।’


এর আগেও তাকে একই প্রশ্ন করা হয়েছিল বিপিএলের সময়। সেদিনও বলেছিলেন, ‘যদি টি-টোয়েন্টি খেলতাম তাহলে অবশ্যই পাকিস্তান সফর করতাম।’