মুজিববর্ষে কোহলিদের ঢাকায় আসা অনিশ্চিত!

ক্রিকেট দুনিয়া February 28, 2020 1,441
মুজিববর্ষে কোহলিদের ঢাকায় আসা অনিশ্চিত!

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের হয়ে মুখোমুখি হবে ক্রিকেটবিশ্বের সেরা সব তারকারা।


এশিয়া একাদশে খেলার কথা রয়েছে বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটারের। কিন্তু বিষয়টি এখনো পর্যন্ত অনিশ্চিত। যে কারণে ক্রিকেটারদের সঙ্গে কথা না বলে এখনই কারও নাম প্রকাশ করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


ভারতীয় বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১০ জন ক্রিকেটারের নাম দিয়ে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। এখান থেকে আমরা পাঁচজনকে নির্বাচিত করব।


এখন পর্যন্ত আমরা কোনো নাম নিশ্চিত করিনি। অধিনায়কসহ (কোহলি) সব ক্রিকেটাররাই বর্তমানে টেস্ট খেলছে (নিউজিল্যান্ডে)। তাদের ওয়ার্কলোড বিবেচনা করে নাম ঘোষণা করা হবে।'


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন