ঢাকা লিগের দলবদলে কত টাকা পাচ্ছেন জাতীয় দলের তারকারা?

ক্রিকেট দুনিয়া February 28, 2020 807
ঢাকা লিগের দলবদলে কত টাকা পাচ্ছেন জাতীয় দলের তারকারা?

আগামী ১৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ৭ম আসর শুরু হবে। আসন্ন আসরকে সামনে রেখে দল-বদলে নেমে পড়েছে বড় ক্লাবগুলো। দলবদলের নতুন পদ্ধতিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ক্লাবগুলো।


মাহমুদউল্লাহ রিয়াদকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে গাজী গ্রুপ। ম্যাচ বাই ম্যাচ পেমেন্ট চুক্তিতে এ অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে গাজী গ্রুপ। ম্যাচপ্রতি তিন লাখ টাকার চুক্তিতে গাজীতে খেলবেন রিয়াদ।


এই দলে আছেন সৌম্য সরকারও। গত আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলা সৌম্যকে এবার ৪০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ। এছাড়া ইমরুল কায়েস ও মুমিনুল হকও খেলবেন এই ক্লাবে।


সপ্তম আসরে নতুন দলে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। নতুন আসরে তাকে দলে টেনেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ঠিক কত টাকা গুণতে হয়েছে ক্লাবটিকে সেটা জানা যায়নি। একই দলে খেলবেন মোহাম্মদ আশরাফুল।


নুরুল হাসান সোহান ও জিয়াউর রহমানকে দলে রেখে দিয়েছে লিজেন্ড অব রুপগঞ্জ। এছাড়াও ৪০ লাখ টাকায় মোহাম্মদ নাইমকে দলে নিয়েছে রূপগঞ্জ। - আমাদের সময়