পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত বদলালেন মাহমুদুল্লাহ

ক্রিকেট দুনিয়া February 28, 2020 1,286
পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত বদলালেন মাহমুদুল্লাহ

কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে নিজের না থাকার ব্যাপারটি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছিলেন সাইলেন্ট কিলার ক্ষ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ । কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতেই তার এ সিদ্ধান্ত।


তবে নিজের এই সিদ্ধান্ত থেকে সরে এলেন মাহমুদুল্লাহ, আর জানিয়ে দিলেন পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে তিনি থাকছেন। শুধু তাই নয়, মাশরাফি না থাকলে তিনিই অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে পারেন বলেও জানা গেছে। যদিও তারই সতীর্থ মুশফিক জানিয়েছেন, বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও যাবেন না ।


মাহমুদউল্লাহ জানান, এপ্রিলে আমি পাকিস্তানে যাব। ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরব। তবে চিঠি দিয়ে বোর্ডকে জানিয়েছি- আমি টেস্টে থাকতে পারব না। ওই সময়ে আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে। এমন বিশেষ মুহূর্তে পরিবারের কাছে থাকা গুরুত্বপূর্ণ।


সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং একটি ওয়ানডে খেলতে এপ্রিলে আবারও পাকিস্তান যাবে বাংলাদেশ। যেটি আগামী ৩ এপ্রিল ওয়ানডে ও এরপর ৫-৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্টে অনুষ্ঠিত হবে। - অনলাইন