শান্ত-মুমিনুলের পর মুশফিকের ব্যাটে রান আসায় স্বস্তিতে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া February 23, 2020 1,119
শান্ত-মুমিনুলের পর মুশফিকের ব্যাটে রান আসায় স্বস্তিতে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিরুদ্ধে ঢাকা টেস্টে বেশ স্বস্তিতে আছে স্বাগতিক বাংলাদেশ। ২৬৫ রানে জিম্বাবুয়ে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয়দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে মুমিনুলবাহিনী। ২৫ রানে পিছিয়ে থাকলেও হাতে ৭ উইকেট রয়েছে টাইগারদের। ৬৮ রানের জুটি গড়ে ক্রিজে আছেন মুমিনুল (৭৯) ও মুশফিক (৩২)।


নাঈম ও রাহীর বোলিং তোপে নিজেদের ইনিংস খুব বড় করতে পারেনি সফরকারী জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ব্যাক টু ব্যাক চার হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ হন সাইফ হাসান (৮)। সাইফ ফেরার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তামিম।


ছন্দময় ব্যাটিং করতে করতে ১৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর তামিমও (৪১) সাজঘরে ফেরেন। এরপর ৭৬ রানের জুটি গড়েন শান্ত ও মুমিনুল। ব্যক্তিগত ৭১ রানে শান্ত ফেরার পর বিপদ বাড়তে দেননি মুশফিক-মুমিনুল।


ছয় উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ের রান বাড়ান রেগিস চাকাভা। শেষ উইকেটে মাঠ ছাড়ার আগে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাঈম ও রাহি নিয়েছেন চারটি করে উইকেট। বাকি দুটি তাইজুলের শিকার। - আমাদের সময়